1. riyaakhter747@gmail.com : রিয়া আক্তার : রিয়া আক্তার
  2. muhammadrafibhuiyan@gmail.com : app :
সেরা ২০টি গুড নাইট রোমান্টিক মেসেজ | শুভ রাত্রি শুভেচ্ছা
গুড নাইট মেসেজ
সেরা ২০ টি গুড নাইট মেসেজ

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেরা ২০ টি গুড নাইট মেসেজ। অনেকে আছেন যারা নিজে ভালবাসার মানুষটিকে কথা বলা শেষে বা মেসেজের শেষে রাতের বেলা গুড নাইট মেসেজ দেন। কিন্তু প্রতিদিন তার এক ধরনের গুডনাইট মেসেজ পাঠাতে সবার ভালো লাগে না। আর বারবার একই মেসেজ সে পড়বে সেটাও তার কাছে ভালো লাগবে না বরং বিরক্ত লাগবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নতুন নতুন গুডনাইট মেসেজ তাকে পাঠান তবে সে অবশ্যই আপনার মেসেজ পড়বে এবং খুশি হবে।

তাই আজ আমরা আপনাদের মাঝে এ ধরনেরই সেরা ২০ টি গুড নাইট মেসেজ শেয়ার করব। আপনি চাইলে এই মেসেজগুলো হুবহু কপি করে ব্যবহার করতে পারেন। অথবা এর সাথে দুই একটি বাক্য অথবা ইমোজি অ্যাড করে নতুন একটি মেসেজ তৈরি করে আপনার মানুষটিকে শেয়ার করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক মেসেজ গুলো কি কি।

শুভ রাত্রি রোমান্টিক মেসেজ

আপনার পছন্দের শুভরাত্রি রোমান্টিক মেসেজ কপি করে নিয়ে আপনার বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে পাঠাতে পারেন।


 ১.   আমি মেঘ তুমি আকাশ,

আমি ফুল তুমি সুভাস,

আমি কবি তুমি তুমি কবিতা,

আমি সূর তুমি গান,

আমি দিন তুমি রবি,

আমি রাত তুমি চাঁদ ।

শুভ রাত্রি


p২.   এই আঁধারে মায়া বাড়ে

পারো যদি করো ক্ষমা

আশা রাখি দেখা হবে

শুভরাত্রি প্রিয়তমা.


৩.   চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকারাও চুপ,

আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব,

রাতের আঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল ।

শুভ রাত্রি


৪.   দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,

এক ফালি চাঁদ হাসচে দেখো বলচো কি গো ভালো,

রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,

এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও ।

শুভ রাত্রি


৫.   মিষ্টি তারা মুছকি হাসে,

জোনাকিরা উড়ছে গাছে,

চাঁদ মামা ঝিমিয়ে আলো,

বলছে তোমায় চোখ টা মেলো,

না ঘুমালে ঘুমের পরি,

স্বপ্ন তোমার করবে চুরি ।

শুভ রাত্রি


৬.   অন্ধকার এই রাতে, ঝোনাকির সাথে

এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম

তোমার জানালার কাছে আর

ঝোনাকির ডানায় লিখে দিলাম

 শুভ রাত্রি 


৭.  রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,

এই মনে একা একা তার ছবি আঁকি ,

জোস্নার নীল আলো তার চোখে ভাসে,

বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে ।

শুভ রাত্রি 


৮.   ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,

রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,

যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,

আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট।


৯.   রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,

রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,

রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,

রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা ।


১০.  কোন ব্যাপার না আকাশ নীল বা কালো,

কোন ব্যাপার না আঁধার থাক বা আলো,

কোন ব্যাপার না দিনটা আমার কেমন গেলো,

শুধু বন্ধু তুমি থেকো ভালো ,

শুভ রাত্রি


১১.   অতীতের কথা বেশি ভেবো না ,

ভবিষ্যতের চিন্তা বেশি কোরো না ,

বরং ওই সময়ে কয়েকটা মশা মারো..

যাতে ঘুমাতে ভালো পারো ।

..শুভরাত্রি ..


১২.  মেঘলা আকাশ বইছে বাতাস আবছা চাঁদের

আলো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখো ভালো।

“রাত তো অনেক হলো আবার চলো শুয়ে পড়ি

করবো না আর দেরি কারণ কাল যেতে হবে

তোমার বাড়ি।” – শুভ রাত্রি বন্ধু।


১৩.  রাতের মাঝে লুকিয়ে রাখা অনেকখানি আশা,

শুভ রাত্রি বলে তোমায় জানাই ভালোবাসা। 


১৪.  স্বপ্ন মানে বাতির খেলা, স্বপ্ন ভালোবাসা!

স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা

স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী

স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি


১৫..  সপ্ন গুলো সত্যি হোক,

সকল আশা পূরণ হোক,

দুঃখ গুলো দূরে যাক,

সুখে জীবনটা ভরে যাক শুভ কামনা রইলো।


১৬.  ভালো থাকো বন্ধু তুমি ভালো রাখো মন।

মন যদি চাই তবে করিও স্মরণ,

রাখো যদি বন্ধু আমায় তোমার মনে,

পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।


১৭.  “জ্যোছনা রাতে একা বসে তোমার কথা ভাবি

এই হৃদয়ের আঙ্গিনাতে তোমার ছবি আঁকি।”

– শুভ রাত্রি বন্ধু


১৮.   সন্ধ্যা তোমার লালচে আকাশ,

মনের ভুলের রাতে।

না ঘুমোনো তারা কিছু,

জাগবে তোমার সাথে।


১৯.  পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !

মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে

দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।

এ কথা যদি সে জানতো?

” শুভ রাত্রি “


২০.   রাত শুধু আধার নয়, একটু খানি আলো।

রাত শুধু খারাপ নয়, স্বপ্ন গুলো ভালো।

তাই ঘুমিয়ে পর, ভাল থেক।

-“শুভ রাত্রি”


আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের মজার মজার তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি তোমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার বন্ধুদের মাঝে শেয়ার করব
About The Author
রিয়া আক্তার
আমি রিয়া আক্তার। মেয়ে পটানোর থেরাপি ওয়েবসাইটের সকল আর্টিকেল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছি। আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে তার প্রিয়জনের কাছে তার ভালোবাসার কথা বলতে পারে ও প্রিয় জনকে ভালবাসতে পারে।