1. riyaakhter747@gmail.com : রিয়া আক্তার : রিয়া আক্তার
  2. muhammadrafibhuiyan@gmail.com : app :
সেরা ৫০টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, উক্তি
সেরা ৫০টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, উক্তি
সেরা ৫০টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, উক্তি

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেরা ৫০টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, উক্তি। আপনারা চাইলে এসব facebook স্ট্যাটাস খুব সহজে কপি করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে নিজের মনের মত করে এডিট করে অথবা ইমেজের সাথে এগুলো করে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান তবে এসব স্ট্যাটাস থেকে আইডিয়া নিয়ে নিজের মনের মতো করে স্ট্যাটাস তৈরি করতে পারেন।

সেরা ৫০টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, উক্তি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারাদিন ব্যস্ততা থাকার পর ক্লান্ত হয়ে দিনশেষে ফেসবুক ঘাঁটাঘাটি করেন এবং নানারকম ফেসবুক স্ট্যাটাস ও অন্যের শেয়ার করা পোস্ট গুলো পড়তে থাকেন। এর মাঝে আপনার কাছে অনেক পোস্ট সম্পূর্ণ ইউনিক মনে হয় এবং আপনাকে এগুলো এতটাই মুগ্ধ করা যায় আপনিও জানিয়ে ধরনের পোস্ট আপনার ফেসবুকে করার জন্য। কিন্তু কিভাবে করবেন তা জানেন না চিন্তা করবেন না তাই আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব সেরা ৫০টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, উক্তি।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ছেলে বলতেই কর্মক্ষেত্রে মানসিক চাপ ঘরের ভিতর মানসিক চাপ সহ্য করে ক্লান্তি হয়ে মুখ ভার করে বসে থাকে। সারাদিন অফিসে বসে বকাঝকা খাওয়া এবং কাজের চাপ সহ্য করার পর আপনি যখন বাসায় আসবেন তখন পরিবারের নানারকম বায়না সহ্য করতে হবে আপনাকে এটাই ছেলেদের জীবন। আর এ কষ্টগুলো আপনি কখনো কাউকে শেয়ার করতে পারেন না যার কারণে কষ্ট আপনার মনের গভীরে আরো বড় ক্ষত তৈরি করে।

অথচ আপনি চাইলে আপনার ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে খুব সহজেই আপনার মনের ভাবগুলো মানুষের মাঝে প্রকাশ করতে পারেন এবং অন্যকে উপলব্ধি করাতে পারেন ছেলেদের কষ্টগুলো কেমন হয়। তাই সবসময় চেষ্টা করেন নিজের মনের ভাবকে প্রকাশ করানোর জন্য এবং যদি আপনি সরাসরি কাউকে বলতে সাহস না পান অথবা খারাপ লাগে তবে কমেন্টের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আপনি এগুলো মানুষের মাঝে শেয়ার করতে পারেন।

সেরা ১৫ টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

প্রথমে আমরা আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে ফেসবুকে সব থেকে বেশি ব্যবহৃত এবং সবথেকে বেশি আলোচিত ও সেরা সেরা ১৫ টি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস। আপনি এগুলো হুবহু কপি করে আপনার ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে এগুলো নিজের মনের মত করে এডিট করে বা এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে ফেসবুকে স্ট্যাটাস তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি কেন বন্ধুরা শুরু করা যাক।

  1. বেশিরভাগ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না,,যারা শুনতে চায় তারা বোঝতে চায় না।
  2. আর যারা বোঝতে চায় তাদরকে সহজে বোঝানো সকলে পক্ষে সম্ভব হয়না
  3.  ভাগ্যে যদি সফলতা লেখা থাকে, তাহলে সেই সফলতার শেষ সিঁড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিটি সন্তান চাই, তার মা-বাবা বেঁচে থাকুক
  4.  কষ্ট তাে তখন হয়,,,যখন কেউ অনেকটা কাছে এসে
  5. আবার অনেক দূরে চলে যায়।
  6.  দুনিয়ার প্রত্যেকটা মানুষের বুকে কষ্ট আছে,,,,, শুধু প্রকাশ করার ধরন আলাদা।।৫।
  7.  ভুলে আমিও যেতে পারতাম,,,,, কিন্তু আমি কখনও চেষ্টা করিনি।
  8.  সব প্রিয় জিনিস নিজের করে পাওয়ার ভাগ্য ছেলেদের থাকে না..!! তাই কিছু প্রিয় জিনিস ছেলেরা হাসি মুখে ছেড়ে দেয়।
  9. মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে… অসংখ্য টাকা-পয়সা না থাকলেও সুন্দর একটা মন থাকে!
  10. ছেলেরাও কাঁদে! তবে ছেলেদের কান্নায় কোনো জল থাকে না। থাকে শুধু নির্মম ইতিহাসের বোবা চিৎকার।
  11. যে ছেলে ভালোবাসা প্রকাশ করতে ভয় পায়, তার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই!
  12. মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে। কিন্তু তারা বিশ্বাস করে, মিথ্যাবাদিকে
  13. পানির অভাবে তিনদিন গোসল করতে পারিনাই
  14. ঝুম বৃষ্টিতে চিলেকোঠায় বসে আজ কেউ তোমার কথা ভাবছে
  15. বহুদিন পর সকাল হতে দেখলাম, আই লাভ ইট

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ছন্দ

যারা একটু রোমান্টিক এবং ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে কবিতা আকারে বা ছোট ছন্দ আকারে স্ট্যাটাস দিতে চান। তারা চাইলে ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ছন্দ গুলো দেখে নিতে পারেন। আমরা যেসব ছন্দ আপনাদের মাঝে শেয়ার করব এগুলো আপনি বহু কপি করে ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই আবার এডিট করে অথবা কোন ইমেজের সাথে এগুলো এড করেও ব্যবহার করতে পারেন। 

১            💚🌺🦋

  • ━━•”তোমার আলোকিত ”

শহরে “—• 🤗🥀

  • ━━•”༅ আমি এক বিরক্ত ছায়া ༅—•☺️✌️

২        シ︎🌻🖤ꨄ︎-“বাস্তবতা”

-কখনোই গল্পের মতো সুন্দর হয় না!

“আর”

-সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না!♡︎༎-🌻

_🦋!!💘🦋_

৩        🌸•••༐༐প্রিয়༐༐•••🌸

☘💔❝যাকে༐༐অন্যের༐༐পাশে༐༐

🌿༐༐🍁༐༐🦋༐༐

___দেখতে ༐༐কষ্ট༐༐❞🌺🦋

🌼❝হয়༐༐তাকে༐༐নিজের༐༐

পাশে༐༐

___যত্ন༐༐কারে༐༐❞রাখতে ও🍂🦋┇┇┇

জানতে হয়🌿

৪      শূন্যতায় ভাসি🙃

❥◎⃝! কখনো হাসি -//🙂💚

____আবার কাঁদি !-//😅

❥◎⃝! বেলা শেষে শূন্যতায় জড়িয়ে ও পূর্ণতা খুঁজি //😊❤

৫    .︵🦋🤍 ___ღ༎সব শিক্ষা বইয়ের পাতায় থেকে হয় না .•° -′কিছু শিক্ষা -পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়.!🌸🧡 °° 💚🥀📚🌿

৬    শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে বেশি প্রিয় । শেষ রাতের ইবাদাত ও আল্লাহর কাছে বেশি প্রিয় ।🌸🌼🌸

৭  আমায় কখনো ভুলে যাওয়ার কথা ভেবো না,

হয়তো কাছে আসার মুহূর্ত গুলো আমাকে ভুলে থাকতে দেবে না।

৮    আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনে ফেলে আসা সমস্ত বিস্মৃতি গুলো মুছে দেবো,

তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আরও রঙিন করে তুলবো।

৯   এত কাছে আসা শুধুই লাগে সান্তনা,

আগে কখনো মনে হয়নি তোমাকে না পাওয়ার যন্ত্রনা।

১০  আজ সমস্ত বাধার প্রাচীর জয় করে আসবো আমি,

তোমার সবটুকু আয়োজন নিয়ে শুধু অপেক্ষা করো তুমি।

১১   আমি তোমাকে দেখলেই কেন যেন বেসামাল হয়ে যাই,

উড়তে থাকা পতঙ্গের মতোই বারবার তোমার কাছে ছুটে যাই।

১২     বেলা বোস এর ঐ নম্বরটাও 

ডাইরির ভাজে পড়ে আছে!

শুধু তুমি নেই বেলা।’

১৩    Life এ এমন কিছু মুহূর্ত আসে নিরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না

১৪    প্রিয়, তুমি পুরুষের ভালোবাসার কাছে শূন্য, 

যেখানে সবাই নারীর মিথ্যা মায়ায় আসক্ত 

সেথায় আমি তোমার অবহেলায় পরিত্যক্ত

১৫.    উদ্দেশ্য ছাড়া কেউ কাছে

আসে না, আর স্বার্থ ছাড়া

কেউ ভালোবাসে না!

সেরা ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব সেরা ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন। তার আগে আমরা আপনাদের মত সাথে ছেলেদের নিয়ে কিছু কথা বলতে চাই। মেয়েরা ছেলেদের সম্পর্কে যা ভাবে তা বিন্দুমাত্র কখনো সত্য হয় না। মেয়েরা সব সময় এটা মনে করে যে ছেলেরা সব সময় বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাঘুরি করে এবং আড্ডাবাজিতে ব্যস্ত থাকে। কিন্তু সত্যি কে ছেলেদের জীবন এতটা সহজ এবং এতটাই সুন্দর। পুরো পোস্টটি পড়লে আপনার পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।

আমরা যদি নিম্ন বৃত্ত ছেলেদের কথা বাদ দিয়ে শুধুমাত্র মধ্যবিত্ত ছেলেদের কথা বলে তবে দেখা যায় অধিকাংশ ছেলে জীবনে এসব খুব কমই আসে। একটু বড় হলেই পরিবারের অভাব অনটন কষ্ট তাদের মাথায় এসে বসে থাকে এবং এসব চিন্তা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তারা সংসারের হাল ধরতে শুরু করে। এজন্য দেখবেন অধিকাংশ ছেলেরা এসএসসি পাস করার পর পরিবারের হাল ধরে এবং পরিবারের কষ্ট দূর করার চেষ্টা করে। আর এসবের মধ্যে কখনো কখনো পড়ালেখা চালিয়ে যাবার সুযোগ হয় তবে অধিকাংশ ছেলেরাই পড়ালেখা থেকে দূরে সরে যায়। এর কারণ হলো সারাদিন কাজ করার পর পড়ালেখা করা সম্ভব না আবার পরীক্ষার সময় কোন কোম্পানি যা আপনাকে ছুটি দেবে তার কোন নিশ্চয়তা নেই।

এভাবে কিছুদিন চলার পর আপনার জীবনে চলে আসে সংসার জীবন এবং তখন আপনি আরো ব্যস্ত হয়ে যান।  বয়স্ক বাবা মা স্ত্রী-সন্তানের কথা ভাবতে গিয়ে নিজের কথা ভুলে যান। হাজারো স্বপ্ন থাকলেও তাতে আর বাস্তব রূপ দেওয়া সম্ভব হয়না মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তবে এত কষ্টের পরও ছেলেরা সে সব কষ্ট কখনোই মুখে প্রকাশ করতে চায় না বরং হাসির মাধ্যমে সেগুলো মানুষের মাঝে ঢেকে রাখে। যাইহোক এবার আলোচনায় আসা যাক।

  1. একজন ছেলের আসলে কষ্ট হয় তার অভাবে, স্বভাবে নয়। হয়তো সেটা টাকার অভাব না হয় ভালোবাসার অভাব।
  2. ছেলেরা কখনো মায়া কান্না করতে জানেনা। তাদের প্রতিটি অশ্রু জল ই প্রকৃত বাস্তবতা।
  3.  নির্ঘুম রাত আর একটা সিগারেট ই জানে, একজন ছেলের প্রকৃত অবস্থাটা কি। কতটা অসহায়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে সে।
  4. প্রাণোচ্ছল কিশোর ছেলেটাও একসময়, দায়িত্বের বোঝা মাথায় নিয়ে চুপচাপ হয়ে যায়। তার সুন্দর হাসিটা এক সময় মিলিয়ে যায়।
  5.  আজকে যে ছেলেটা সফল ব্যক্তি হয়ে সবার মন জয় করে নিয়েছে, আপনি আমি হয়তো জানি না এই ছেলেটা কত স্বপ্ন মাটি চাপা দিয়ে এসেছে।
  6.  প্রতিটি মধ্যবিত্ত ছেলেই জানে, জীবনটা যে রূপকথার গল্প নয়।
  7.  মানুষ তো সেই ক্ষুধার্থ মানুষকে দেখলে তার হৃদয়ে তাদের সাহায্য ইচ্ছে জেগে উঠে। 
  8. তুমি মানুষকে তার বিপদে  যতটা দিয়ে সাহায্য ,সৃষ্টিকর্তা তোমার বিপদে তার দ্বিগুণ দিয়ে সাহায্য করবে।
  9. স্বাভাবিক ব্যপার গুলো অস্বাভাবিক করা মানুষ গুলো কখনো প্রকৃত সুখী হতে পারে না। 
  10. একজন ছেলে তখনই খুব কষ্ট হয়, যখন কেউ কাছে এসে তারপর দূরে সরে যায়।

সেরা ছেলেদের নিয়ে উক্তি

বন্ধুরা এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে সেরা ছেলেদের নিয়ে উক্তি। ছেলেদের জীবনে তো অনেক কষ্টে আছে তাই বলে তো আর এগুলো নিয়ে পড়ে থাকতে চলবে না। কারণ দুঃখ কষ্ট সুখ দুঃখ এগুলো নিয়ে মানুষের জীবন এবং এগুলো নিয়ে মানুষকে বেঁচে থাকতে হবে। তবে প্রত্যেকটা মানুষের জীবনে এসব আসলেও মধ্যবিত্ত পরিবারের জীবনে এসব সময় আসলে ঘুম কেড়ে নেয় দারিদ্রতা এবং পরিবারের দায়িত্ব এর কারণে। খুব অল্প বয়সে সংসারের দায়িত্ব তাদের কাঁধে এসে পড়ে। ছেলেরা তাদের দুঃখ কষ্ট কখনোই প্রকাশ করতে চায় না। ছেলেদের চোখে মুখে হাসি দেখলে বেশিসংখ্যক সময় তাদের ভেতরটা কেঁদেছে। যাইহোক আমরা এখন আপনাদের সাথে এরকম কিছু ছেলেদের উক্তি নিয়ে আলোচনা করব।

  1. হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র – কাজী নজরুল ইসলাম
  2. নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না ! – হেলাল হাফিজ
  3. পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না। একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালবাসে – সৈয়দ মুজতবা আলী
  4. ছেলেদের চোখের জল কেউ দেখতে পায় না, বাস্তবে ছেলেরাও কাঁদে।
  5. দায়িত্ব আর কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন, আশা হারিয়ে যায়।
  6. প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খোঁজে না। তবে যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে।
  7. ছেলেদের চোখের জলে লুকিয়ে থাকে হাজারো দুঃখ বেদনা, মেয়েদের চোখের জলে ছলনা।
  8. ছেলে মানে নিজের আনন্দ গুলোকে বিসর্জন দিয়ে, প্রিয়জনের আনন্দ গুলোকে পূরণ করা।
  9. জীবনে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যে স্থির থাকা।
  10. একসময় ছেলেরা ছিলো সংসারের কর্তা বর্তমানে ছেলেরা হলো সংসারের কর্মী।

আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং এ ধরনের নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার বন্ধুদের মাঝে শেয়ার করব
About The Author
রিয়া আক্তার
আমি রিয়া আক্তার। মেয়ে পটানোর থেরাপি ওয়েবসাইটের সকল আর্টিকেল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছি। আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে তার প্রিয়জনের কাছে তার ভালোবাসার কথা বলতে পারে ও প্রিয় জনকে ভালবাসতে পারে।