1. riyaakhter747@gmail.com : রিয়া আক্তার : রিয়া আক্তার
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, কবিতা এবং কথা
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, কবিতা এবং কথা

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি,  কবিতা এবং কথা। প্রবাস জীবন অত্যন্ত কষ্টের হয়ে থাকে। নিজের পরিবার ছেড়ে নিজের দেশ ছেড়ে অনেক দূরে যায় কাজের জন্য এবং শুধুমাত্র পরিবারের জন্য এত কঠোর পরিশ্রম করে তারা। তারা যে শুধুমাত্র তাদের পরিবারের কাজে আসছে তাই না তারা দেশের ও অনেক কাজে আসে। 

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, কবিতা এবং কথা

প্রবাসে আছি শুধুমাত্র পরিবারের জন্য কাজ করে তা না। তারা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন। আমাকে প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনৈতিক সচল রাখার জন্য কাজ করে থাকে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান যে দুটি উৎস রয়েছে তার একটি হলো প্রবাসী আয়। অর্থাৎ প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে যে অর্থ পাঠায় সেগুলো দিয়ে আমাদের বৈদেশিক করতে চাহিদা একটি বড় অংশ পূরণ হয়ে থাকে। আজ আমরা আপনাদের প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, কবিতা এবং কথা শেয়ার করব।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস নিয়ে। আমাদের প্রবাসী ভাইরা দেশ ও পরিবার ছেড়ে দূরে গিয়ে অনেক কষ্ট ও পরিশ্রম করে দেশে টাকা পাঠায় এবং তা দিয়ে আমাদের অর্থনীতি সচল থাকে। অথচ আমরা তাদের এই কষ্ট বুঝি না। অনেকে আবার বলে থাকেন দেশে যাকে কোন ব্যবসা-বাণিজ্য করলেই তো পারে এতটাই খরচ করে বাইরে যাওয়ার কি দরকার? আরে ভাই তারা আজকে বাইরে গিয়ে অর্থ উপার্জন করে এসেছে যে বৈদেশিক মুতা পাঠাচ্ছে সেগুলো দিয়ে আমাদের দেশের সকল আমদানি কাজ হয়ে থাকে।

অর্থাৎ আমাদের দেশের ডলারের চাহিদা মেটানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনেক। আর এ প্রবাসী ভাইদের কষ্ট বোঝাতে আমরা কিছু প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করছি।

  1. যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত কর তখন তুমি সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি। একটার জন্যেও তুমি যথেষ্ট নও।
  2. বিদেশে যতটা টাকাই ইনকাম করি না কেন, যত সুখ-শান্তিই থাকুক না কেন, চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়।
  3. জীবনে সবচেয়ে মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছি। প্রবাস জীবন আমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিল। এখন ঘুমালেও স্বপ্নে দেখি সকালে আমার ডিউটি আছে। হায়রে ঘুম… হায়রে এ প্রবাস জীবন।
  4. প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
  5. প্রবাসীরা হল একেকটা জ্বলন্ত মোমবাতির মত। নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে।
  6. ভাষা আর সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা ও ভাবনার অবকাঠামো যেভাবে মানুষ যোগাযোগ ও বাস্তবতা বুঝতে শেখে
  7. প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।

প্রবাসীদের কষ্টের কবিতা

বিভিন্ন সময় বিভিন্ন কবিগণ প্রবাসীদের কষ্ট উপলব্ধি করতে পেরে তাদের নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করেছেন। যেগুলো প্রবাসীদের কষ্টের কবিতা নামে পরিচিত। আজ আমরা আপনাদের মাঝে এ ধরনের কয়েকটি প্রবাসীদের কষ্ট তুলে ধরার কবিতা শেয়ার করব। আপনার চাইলে এগুলো কপি করে পরবর্তীতে এডিট করে অথবা হুবহু কপি করে ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই।

১.  আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা

একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয়না

এটা প্রকাশ করা হয় স্মৃতি,

সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে।

 

২.  যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত কর

তখন তুমি সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি

একটার জন্যেও তুমি যথেষ্ট নও।

 

৩.  রাতে আসি সকালে যাই

দুপুর বেলা খাবার খাই,

কাজে কাজে জীবন শেষ

এরই নাম যে বিদেশ।

বাড়ির মানুষ মনে করে

আছি কত সুখে,

কী যে ব্যথা জমে আছে

আমার পোড়া বুকে।

প্রবাসীদের কষ্টের কথা

এখন আমরা আপনাদের হৃদয় ছুঁয়ে যাওয়া কয়েকটি প্রবাসীদের কষ্টের কথা শেয়ার করব। এতে করে আপনারা বুঝতে পারবেন তারা প্রবাস জীবনে কতটা কষ্টে থাকার পরও দেশের অর্থনৈতিক সচল রাখার জন্য কাজ করে যাচ্ছে। তারা চরণ দেখে নেওয়া যাক।

 

১.  “চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়

চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা

আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে”

 

২.  “প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি

প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে

ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে”

 

৩.  “মাঝেমাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয়

মাঝেমধ্যে তোমার অন্য কোথাও যেতে হয়

তোমার শুরুটা কেমন ছিল তা জানার জন্য।”

 

৪.  “তুমি যেখানেই যাও না কেন,

অন্য কোন কিছু নিয়ে না গেলেও

নিজেকে সেখানে ঠিকই নিয়ে যাও

প্রথমদিকে তুমি হয়তো অনুভব নাও করতে পার।”

প্রবাসীদের কষ্টের উক্তি

প্রবাসীদের কষ্ট উপলব্ধি করতে পেরে বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ নানা রকম বক্তব্য দিয়েছেন যেগুলো প্রবাসীদের কষ্টের উক্তি নামে পরিচিত। এখন আমরা আপনাদের মাঝে এ ধরনের কয়েকটি প্রবাসীদের নিয়ে কষ্টের উক্তি শেয়ার করব। এতে করে আপনার বুঝতে পারবেন প্রবাসীরা দেশের জন্য কতটা কষ্ট করে এবং দেশের অর্থনীতি ও দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  1. যখন তুমি অন্য দেশে যাও একটা কথা অবশ্যই মনে রেখো – অন্য একটা দেশ তোমার জন্য আরামপ্রদ করে তৈরি করা হয়না, সেটি তৈরি করা হয় সেখানের মানুষের জন্য আরামপ্রদ করে। — ক্লিফটন ফেডিম্যান
  2. প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ। কেননা সেখানে কেউ তোমাকে চেনে না, কেউই তোমার জীবনে হস্তক্ষেপ করেনা। তুমিই সেখানে সর্বেসর্বা। — হান্নাহ আহরেন্ড
  3. মাঝেমাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয় মাঝে মধ্যে তোমার অন্য কোথাও যেতে হয় তোমার শুরুটা কেমন ছিল তা জানার জন্য।
  4. প্রবাসীরা হল একেকটা জ্বলন্ত মোমবাতির মত। নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে।
  5. তোমার দেশকে জানার অনেক কার্যকর একটা উপায় হচ্ছে এটা ত্যাগ করে বিদেশে যাওয়া। — হ্যারি রোলিন্স
  6. আমার কাছে আদর্শ জীবন বলতে প্রবাসে স্বাভাবিকভাবে জীবনযাপন করাকেই বোঝায়। — ইটালো ক্যালভিনো

আরো কিছু পোস্ট নিচে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন-

প্রপোজ করার রোমান্টিক চিঠি

আবেগ নিয়ে কিছু কথা

কি করছো এর প্রশ্নের রোমান্টিকউত্তর

মেয়ে পটানোর ৫টি কৌশল

কেমন আছো প্রশ্নের উত্তর

আশা করি আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। এই ধরনের নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইটে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।

আমার বন্ধুদের মাঝে শেয়ার করব
About The Author
রিয়া আক্তার
আমি রিয়া আক্তার। মেয়ে পটানোর থেরাপি ওয়েবসাইটের সকল আর্টিকেল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছি। আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে তার প্রিয়জনের কাছে তার ভালোবাসার কথা বলতে পারে ও প্রিয় জনকে ভালবাসতে পারে।