1. riyaakhter747@gmail.com : Riya Akther : Riya Akther
বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস,ক্যাপশন, এস এম এস, দোয়া
বিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস
Riya Akther
  • 3 সপ্তাহ আগে
  • 183
বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস,ক্যাপশন, এস এম এস, দোয়া

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, এস এম এস, দোয়া। আজকের এই আর্টিকেলের আলোচনার মূল বিষয়বস্তু হলো কিভাবে আপনি আপনার বন্ধুদের বিয়ের শুভেচ্ছা জানাবেন? বন্ধু অথবা আপনার কাছের মানুষটিকে দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আপনি চাইলে এই মেসেজগুলো বা ফেসবুকে স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক-

বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস,ক্যাপশন, এস এম এস, দোয়া

আজকেরে আর্টিকেলটিতে আমরা প্রথমে বিয়ের শুভেচ্ছার এবং পরবর্তীতে বিয়ের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। এরপর ধারাবাহিকভাবে বন্ধুর বিয়ের শুভেচ্ছা ক্যাপশন ও এসএমএস আপনাদের মাঝে শেয়ার করব। যারা মূলত ছন্দ আকারে বন্ধুর বিয়ের শুভেচ্ছা এসএমএস বা facebook স্ট্যাটাস করছিলেন তাদেরও চিন্তা করার কোন কারণ নেই। আমরা যাচাই-বাছাই শেষে বেশ কিছু বন্ধুর বিয়ের শুভেচ্ছা ছন্দ আপনাদের মাঝে শেয়ার করেছি। আমরা বিভিন্ন সাইট থেকে বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস,ক্যাপশন, এস এম এস, দোয়া খোঁজাখুঁজি পর যাচাই-বাচাই শেষে আপনাদের মাঝে শেয়ার করেছি। তাই আপনারা নিশ্চিন্তে এসব শুভেচ্ছা মেসেজ ব্যবহার করতে পারেন।

বন্ধুর বিয়ের শুভেচ্ছা

প্রথমে আমরা আলোচনা করব বন্ধুর বিয়ের শুভেচ্ছা নিয়ে। আচার কিভাবে আপনি আপনার বন্ধুর বিয়ের শুভেচ্ছা জানাবেন অথবা কিভাবে আপনি আপনার কাছের মানুষের বিয়ের শুভেচ্ছা জানাবেন সে নিয়ে আলোচনা করব। আপনি চাইলে আপনার বন্ধুর বিয়ের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস অথবা সরাসরি আপনার বন্ধুকে এসএমএস এর মাধ্যমে হতে পারেন। নিচে আমরা বেশ কয়েকটি বিয়ের শুভেচ্ছা শেয়ার করেছি। আপনি চাইলে দেখে নিতে পারেন।

১। আজ থেকে তোমাদের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো, তোমাদের বিবাহ জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। জীবনে অনেক সুখী হও, ভালো থাকো এটাই কামনা করি।

 ২। বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। সুখী হও তোমরা দুজন, এই কামনা করি।

৩। তোমাদের দেখলে মনে হয় তোমরাই যেনো পৃথিবীর সবথেকে সুন্দর বিবাহ দম্পতি। দুজনকে দুজনের সাথে খুবই মানিয়েছে। বিবাহ জীবনের অনেক শুভেচ্ছা রইলো!

৪। বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারোল নজর না লাগে, সেই আশাবাদ ব্যক্ত করি।

৫। বাহের শুভ রঙে তোমাদের জীবনকে রাঙিয়ে দিক, তোমাদের জীবন আরো মধুরময় হোক। সব সময় একসাথে হাতে হাত রেখে পাশাপাশি চলো এই কামনায় থাকলো।

৬। তোমাদের বিবাহিত জীবনে কখনো কোনো তৃতীয় জন কে আসতে দিও না। এতে সম্পর্কে ফাটল ধরে শুরু করে, বিশ্বাসে বাধা পড়ে যায়, ফলশ্রুতিতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শুভেচ্ছা” রইলো তোমাদের জন্য শুভ বিবাহ।

৭। সেই ছোট্ট দুটি ছেলে মেয়েরা আজ একে অপরের সাথী। সময় যে কিভাবে ফুরিয়ে যায় সেটা কেউ টের পায়না। তাদের নতুন অধ্যায়টির যেন শুভ সূচনা হয় সেটাই আশা করি। দুজন সারাজীবন সুখে থেকো।

৮। জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।

৯। বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারো কোন নজর না লাগে, সেই আশাবাদ করি তুমাদের।

১০। তোমাদের দুজনকে আজ একটু বেশি সুন্দর লাগছে, কেন জানো? কারণ তোমরা আজ থেকে স্বামী স্ত্রী। তোমাদের বন্ধন আজীবন সুখের হোক, জীবনে হাসি খুশি থেকো।

বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকের মাধ্যমে বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এসব বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস কোথা থেকে সংগ্রহ করবেন তা ভেবে পান না। চিন্তা করবেন না আমরা নিচে বর্তমানে জনপ্রিয় কয়েকটি বন্ধুর বিয়ের স্ট্যাটাস আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা চাইলে এসব স্ট্যাটাস কপি করে ব্যবহার করতে পারেন।

১। যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব” ~ বিবাহের এই শুভ মন্ত্রের মর্যাদা রেখো তোমরা আক্ষরিক অর্থে। একে অপরকে মাল্যদান করার সাথে সাথে হৃদয় বিনিময় সম্পন্ন কোরো মনে মনে। আজীবন সুখে থেকো তোমরা; এই কামনা করি সর্বান্তকরণে।

২। বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে আজ আবদ্ধ হয়েছে তোমরা দুজনে, এই পবিত্রতার মর্যাদা বজায় রেখ, একে অপরের বিশ্বাসের মান রেখো। সুখে থেকো সুখে রেখো। নতুন জীবনের সূত্রপাতের এই শুভলগ্নে অনেক শুভকামনা পাঠালাম।

৩। সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা তোমাদের মধ্যে আজীবন দৃঢ় থাকুক , একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। অভিনন্দন ও শুভেচ্ছা রইল তোমাদের নতুন জীবনে সূত্রপাতের এই শুভলগ্নে!

৪। জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নবও জীবনে।

৫। সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা কে আরো দৃঢ় করার । একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। অভিনন্দন জানাতেই তোমাদের, শুভেচ্ছা শুভ বিবাহ।

৬। বিবাহ পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোদের। মাঝে মাঝে বাসায় দাওয়াত করবি যাতে ভালো- মন্দ খেতে পারি। আর বাজেট নাই বলে কিপ্টামি করবি না কিন্তু। শুভ বিবাহ বন্ধু।

৭। তোমাদের বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তো কি হয়েছে! দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি, অনেক সুখী হও।

৮। আজ তোমাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। সামনের জীবন তোমাদের আরও শুভ হোক, তোমরা এ সমাজের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে এসো, এই প্রত্যাশা রাখি। অবশেষে জানাই, “শুভ বিবাহ”।

৯। হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।

১০। তোমাদের নবজীবনের সূত্রপাতের শুভলগ্নে এই কামনা করি যেন বিষাদের কালো মেঘ তোমাদের কখনো না ছুঁতে পারে । নবদম্পতির জন্য রইল একরাশ শুভেচ্ছা। বিবাহিত জীবন আনন্দে কাটাও, ছন্দময় হয়ে উঠুক তোমাদের প্রতিটি মুহূর্ত।

বান্ধবীর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

উপরে আমার বর্তমানে জনপ্রিয় কয়েকটি বন্ধুর শুভেচ্ছা আপনাদের মাঝে শেয়ার করেছি। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বান্ধবীর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করবেন। আপনি চাইলে এসব ফেসবুকে স্ট্যাটাস মেসেজ আকারে আপনার বান্ধবীকে শেয়ার করে বিয়ের শুভেচ্ছা জানাতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্ট্যাটাস গুলো।

১. আমাদের এই বন্ধুত্বের জীবনে হাসিখুশি অনেক দিন পার করেছি। আজকে তোর জীবনে সব থেকে মূল্যবান একটি দিন হল তোর বিয়ে। সব সময় এভাবে সুখে থাক তোরা। আমার ভালোবাসা নিস।

২. বান্ধবী বিয়ে তো হয়ে গেল এখন অপেক্ষা নতুন মেহমানের আল্লাহর কাছে প্রার্থনা করি তর জন্য। এখনন তর কোন আলো করে আসুক ফুটফুটে মায়াবী একটি সন্তান যা নিয়ে কাঁদবে তোর পুরোটা জীবন।

বিয়ের শুভেচ্ছা এস এম এস

আমরা অনেকেই আছে যারা এসএমএস এর মাধ্যমে নিজের বন্ধুকে বিয়ের শুভেচ্ছা দিয়ে থাকি। কিন্তু অনেকে আছেন যারা এভাবে বন্ধুর বিয়ের শুভেচ্ছা দেওয়া যায় তা ভেবে পান না অথবা এসএমএস গুলো বিভিন্ন সাইটে ঘাটাঘাটি করার পরও খুঁজে পান না। আজ আমরা আপনাদের সাথে বর্তমানে জনপ্রিয় কয়েকটি ফেসবুক এসএমএস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

১। বিবাহ মানে দুটি মনের মিলন। আজকের পর থেকে তোমাদের মনের যে মিলন, যে ভালোবাসার বন্ধন সেটিকে সারাজীবন বাঁচিয়ে রেখো। বিবাহের শুভেচ্ছা!

২। বিবাহ জীবনে আগমন করার শুভেচ্ছা জানাই তোমাকে। নিজের জীবন সঙ্গীর সাথে আজীবন সুখে শান্তিতে থাকো, তোমাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক।

৩।  বিয়ে, কোন ছেলে খেলা নয়। এই দাম্পত্য জীবনকে আগলে রেখো। ভবিষ্যতে সুখী হতে পারবে তবে। শুভকামনা তোমাদের জন্য।

৪।  নবদম্পতি অভিনন্দন তোমাদের! বংশের প্রদীপ কে আরও উজ্জ্বল করো। এই দায়িত্ব তোমাদের ই।

৫। বন্ধু তুমি এবং তোমার প্রিয়তমা একে অপরের জন্য উত্তম ভাবে তৈরি হয়ে নাও। আমার পক্ষ থেকে তোমাদের দুজনের এক সুদীর্ঘ জীবনের কামনা থাকলো।

বিয়ের শুভেচ্ছা ক্যাপশন

এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বিয়ের শুভেচ্ছা ক্যাপশন। এজন্য আপনার প্রথম আপনাদের পছন্দের ক্যাপশনটি কপি করে নেবেন। এরপর আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে তার বিয়ের শুভেচ্ছা sms অথবা তাকে নিয়ে আপনার ফেসবুকে শুভেচ্ছা স্ট্যাটাস দিতে পারেন। তাহলে আর দেরি কেন চলুন বন্ধুরা শুরু করার যাক।

১। আর মাত্র কয়েকদিন বন্ধু তোমার নাই বিয়ের বেশি দিন তাইতো তোমায় জানাই অগ্রিম, বিয়ের শুভেচ্ছা।

২। বন্ধু তোমার বিয়ের দিন থেকে তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক এই কামনাই করি, শুভ বিবাহ।

৩। জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীব “শুভ বিবাহ”।

৪। দুটি মনে একটি আশা এরই নাম ভালোবাসা তেমনি বিবাহ হচ্ছে দুটি মনের ভালোবাসা,শুভ বিবাহ।

৫। বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন বিয়ের মত এত সুখময় আর স্বর্গীয় একটা সম্পর্কে জড়িয়েছো নিজেকে। কারো যেন কু- নজর না লাগে, সেদিকে লক্ষ্য রেখো। সুখে থেকো।

৬। জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।

৭। বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারোল নজর না লাগে, সেই আশাবাদ ব্যক্ত করি।

৮। জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।

৯। বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারোল নজর না লাগে, সেই আশাবাদ ব্যক্ত করি।

১০। তোমাদের জীবনে কালো ছায়া ফেলতে দিওনা বৈবাহিক জীবন তোমাদের সুখী হোক এই কামনাই করি,  শুভ বিবাহ।

বিয়ের শুভেচ্ছা ছন্দ

তোমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজের বন্ধুকে শেষ করে বান্ধবীকে ছন্দ আকারে তার বিয়ের শুভেচ্ছা জানিয়ে থাকেন। কিন্তু আমরা তো আর কবি নই যে নিজেরাই এসব ছন্দ বানাতে পারবো। তাই যারা কবিতা করে বন্ধুর বিয়ের শুভেচ্ছা জানাতে চান। তারা চাইলে নিজের বন্ধুর বিয়ের শুভেচ্ছা ছন্দ গুলো দেখে নিতে পারেন।

১.. নবদম্পতিকে জানাই অফুরান শুভেচ্ছা,

ভালো থেকো, সুখে থেক, এই আমাদের আন্তরিক ইচ্ছা।

 

২..এই তো হেথায় কুঞ্জ ছায়ায়

স্বপ্ন মধুর মোহে

এই জীবনে যে কটি দিন পাবো

তোমায় আমায় হেসে খেলে

কাটিয়ে যাবো দোঁহে

স্বপ্ন মধুর মোহে…

এই গানটির মত তোমার জীবনে আনন্দ ভালবাসি পূর্ণ থাকুক এটাই আমার কামনা। নবদম্পতিকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।

 

৩…এসো আজ সারাদিন

বসে নয় থাকি পাশাপাশি

আজ শুধু ভালোবাসা বাসি

শুধু গান আর হাসাহাসি

এই গানটির মধ্যে তোমার জীবন হয়ে উঠুক রঙিন ও বর্ণময়। আনন্দ হাসাহাসির যে কেটে যাক তোমার বাকিটা জীবন। ভালোবাসা অটুট থাকুক অন্তরের গভীরে।

 

৪…মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।

মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে॥

কুহক লেখনী ছুটায়ে  কুসুম তুলিছে ফুটায়ে,

লিখিছে প্রণয়-কাহিনী  বিবিধ বরন-ছটাতে।

 শুভ পরিণয়ের শুভ দিনটিতে তোমাদের মিলনে আসুক পূর্ণতা । প্রকৃতি যেমন মিলনাগ্রহে উন্মুখ তেমনি তোমাদের ভালোবাসা ও হয়ে উঠুক বৈচিত্র্যময় । নবদম্পতির এই বিশেষ সুখের দিনটিতে আমার শুভকামনা রইল সর্বান্তকরণে।

 

৫.. দুঃখগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে। তোমাদের জীবন যেন স্বপ্নের সাগরে ভাসে।এ কমনা করি আমি বিধাতার কাছে। নবদম্পতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সেরা বিবাহ বার্ষিকী স্ট্যাটাস, এসএমএস , ক্যাপশন

আমাদের বন্ধুবান্ধব অনেক রয়েছে তাদের মধ্যে অনেকের আবার বিয়ে হয়েছে। স্বাভাবিকভাবে প্রতি বছর বিবাহ বার্ষিকী তাদেরকে আলাদা করে শুভেচ্ছা। তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে বর্তমানে তোমাদের সেরা সেরা বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিয়ে। আপনারা চাইলে এসব বিবাহ বার্ষিকী স্ট্যাটাস, এসএমএস , ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন।

১। স্বামী-স্ত্রী নয়, দুজন দুজনের বন্ধু হয়ে থেকো। একে অপরকে বুঝতে শেখো, একে অপরকে বিশ্বাস করো সব সময়। অন্যের কথায় কান দিয়ে সম্পর্কে অবিশ্বাস বয়ে এনো না। এবং সবশেষে জানাই ভালো থেকো অনেক।

২। সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা কে আরো দৃঢ় করো। একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। ওহ! অভিনন্দন জানাতেই তো ভুলে গেছি। শুভেচ্ছা তোমাদের!

৩। তোমরা একে অপরের হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দাও, নবদম্পতিরা! এই কামনা করি।

৪। বিষাদের কালো মেঘ যেন তোমাদের কখনো না ছুঁতে পারে নবদম্পতি! শুভেচ্ছা রইল। বিবাহিত জীবন আনন্দে কাটাও, ছন্দময় হয়ে উঠুক তোমাদের জীবন।

৫। বসন্তের কোন এক সময় এই দিনেই তোমার সাথে দেখা হয়েছিল। ‌ একি ডোরে বাধা পড়েছিলাম দুজন। স্মরণীয় হয়ে থাকুক এই দিনটা। শুভ বিবাহ বার্ষিকী।

৬। শুধুমাত্র কয়েকবছর নয়। বরং হাজারো মুহূর্ত তোমাকে জড়িয়ে, স্বপ্ন দেখেই কাটিয়ে দিতে চাই। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।

৭। শুভাকাঙ্ক্ষী হিসেবে এটুকুই বলবো যে, তোমরা সবসময় এভাবেই একে অন্যের সংস্পর্শে থেকো। আর চারপাশে আনন্দ বিলিয়ে দিও। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

৮। তোমাদের দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠুক। তোমাদের খুশির অরণ্যে যেন সর্বদা বসন্ত বিরাজ করে। এই শুভেচ্ছা রইল।

৯। অজানা অচেনা দুটি মানুষ, পরিচয় থেকে পরিণয়ের মধ্যে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আরো একটি বছর অতিক্রম করে সুন্দর আগামীর অপেক্ষায়। বিবাহ বার্ষিকী শুভ হোক।

১০। বন্ধু তুমি এবং তোমার প্রিয়তমা একে অপরের জন্য উত্তম ভাবে তৈরি হয়ে নাও। আমার পক্ষ থেকে তোমাদের দুজনের এক সুদীর্ঘ জীবনের কামনা থাকলো।

বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস

অনেকে আছেন যারা বন্ধুর বিয়েতে টিটকারি মেরে মজার মজার স্ট্যাটাস দিয়ে থাকেন অথবা দিতে চান কিন্তু কোথা থেকে এসব স্ট্যাটাস ম্যানেজ করবেন তা সম্পর্কে কোন ধারণা নেই। চিন্তা করবেন না আজ আমরা আপনাদের মাঝে বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস শেয়ার করব।

  1. সুখী দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা, এবং চেক বই খোলা রাখা।
  2. বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পরে যখন ধরে সেটি হচ্ছে আত্মরক্ষা।
  3. মেয়েরা কেমন পুরুষ চায়? সুদর্শন বিত্তবান এবং নিবোধ।
  4. আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে হাসল এর অর্থ হচ্ছে হয় কৌতুকটি খুব ভালো নয় আপনার বউ খুব ভালো।

  5. বিয়ে না করলে ছেলেরা সারা জীবন ধরে ভাবতো তাদের জীবনে কোন ভুল নেই।

  6. এত চিন্তা না করে বিয়ে করে ফেলো যদি তুমি ভালো ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে। আর যদি স্ত্রী ভয়ঙ্কর হয় তাহলে ফিলোসোফার হয়ে যাবে।
  7. বিবাহিত জীবন আমার কাছে খুবই ভালো লাগে বাকি জীবন জ্বালানোর জন্য একজন বিশেষ মানুষকে খুঁজে পাওয়ার মত আনন্দের কিছু নেই।

বন্ধুরা আশা করি বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস গুলো আপনাদের পছন্দ হয়েছে। অথচ আমরা আপনাদের মাঝে অল্প কিছু স্ট্যাটাস শেয়ার করলেও পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী এই সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। তাই আপনাদের কোন ধরনের বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস গুলো প্রয়োজন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।


বিয়ের শুভেচ্ছা দোয়া

মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বিয়ে। যার মাধ্যমে মানুষ তার জীবনের নতুন পথচলা শুরু করে।  বিয়ের মাধ্যমে মানুষ একটি বৈধ ও জৈবিক সম্পর্কের অনুমোদন লাভ করে। প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ এবং সাধারণ একটি বিষয় হলো বিয়ে। মানুষের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তার ভিতরে তৃতীয় অংশটি হলো বিয়ে। বিয়ে একটি পবিত্র বন্ধন এর নাম। এ বন্ধনের মাধ্যমে মানুষ একজন জীবন সঙ্গী লাভ করে থাকে।

প্রতিটি মানুষ বিয়ের পর নতুন একটি বন্ধুর সাক্ষাৎ লাভ করে। যে বন্ধু বিপদে আপদে সবসময় তার জীবনের ছায়ার মত পাশে থাকবে। বিয়ের যেমন একটি পবিত্র বন্ধন তেমনি এই কথাটির মাঝে অনেক আনন্দ উল্লাস মিশে আছে। বিয়ে উপলক্ষে প্রতিটি মানুষ অনেক হাসি আনন্দ করে থাকে। বিয়ে উপলক্ষে সব মানুষেরই জীবনে নানা রকম স্বপ্ন ইচ্ছে থাকে। যেগুলো প্রতিটি মানুষ তার বিয়েকে কেন্দ্র করে তৈরি করে থাকে। 

যাইহোক বাড়তি কথা তো অনেক বললাম। এবার আসা যাক মূল আলোচনায়। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব বিয়ের শুভেচ্ছা দোয়া।


বিয়ের শুভেচ্ছা দোয়া

উচ্চারণ : ‘বারকাল্লাহু লাকা, ওয়া  বারকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খইর।’

অর্থ : ‘আল্লাহ তোমার কল্যাণ করুক, তোমাকে বরকত দান করুন এবং তোমাদের দাম্পত্য জীবন কল্যাণময় হোক।’

উপকার : রাসুল (সা.) কাউকে বিয়ের পর তাকে শুভেচ্ছা জানালে এভাবে বলতেন। (আবু দাউদ, হাদিস : ২১৩০)।


বিশিষ্ট ব্যক্তিদের বিয়ে নিয়ে বানী

এখন আমরা আপনাদের মাঝে বর্তমানে সব থেকে জনপ্রিয় বিশিষ্ট ব্যক্তিদের বিয়ে নিয়ে বানী শেয়ার করব। আপনারা যদি এগুলো আপনাদের ফেসবুক স্ট্যাটাস হিসেবে অথবা ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করি।

১.. বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়।— স্যামুয়েল জনসন


২..দু,জনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই ।— ইবনে মাজাহ ১৮৪৭


৩..বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ।— শুপেনহাওয়ার


৪..পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারাজীবন তীব্র সংগ্রাম ।— সংগৃহীত


৫..বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না ।— রবীন্দ্রনাথ ঠাকুর


আজকে এই পর্যন্তই। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন মতামত থেকে থাকে, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা দ্রুত আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এ ধরনের আরো নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে থাকেন এবং আপনি যদি ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media
About The Author
Riya Akther
আমার নাম রিয়া আক্তার। আমি একজন স্টুডেন্ট। মেয়ে পটানোর থেরাপি সম্পন্ন ব্যতিক্রমধর্মী একটি ওয়েবসাইট। আমি মূলত মেয়ে পটানোর থেরাপির ওয়েবসাইটের সকল আর্টিকেল লিখেছি। আমি আমার আর্টিকেলে আপনাদের মাঝে যেসব আইডিয়া শেয়ার করেছি এগুলো মূলত আমার বন্ধু বান্ধব ও বান্ধবীদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নিয়েছি। আমার এই ওয়েবসাইটে কাজ করার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যাতে করে সবাই তার ভালোবাসার মানুষের কাছে তার মনের কথা খুব সহজে জানাতে পারে এবং আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি যাতে আপনাদের ভালোবাসার মানুষটিকে পেতে আপনাদেরকে সকল ধরনের সাহায্য করতে পারি।