হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমি আপনাদের মাঝে শেয়ার করব জনপ্রিয় ৫০+ বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ও কবিতা, উক্তি, । আজকের আর্টিকেলটি শুরু করার আগে যদি আপনার এলাকায় বৃষ্টি হয়ে থাকে তবে আপনাকে জানাই বৃষ্টির শুভেচ্ছা। কেননা আজ আমরা আপনাদের সামনে জনপ্রিয় কয়েকটি রোমান্টিক স্ট্যাটাস শেয়ার করব। আমরা সবাই কম বেশি বৃষ্টিকে ভালবাসি। বিশেষ করে যদি আপনি ঘরে একা থাকেন এবং তখন যদি বৃষ্টি হয় আর বৃষ্টির রুমঝুম শব্দ তখন আপনাকে অবশ্যই আপনার মনকে উত্তাল করে তুলবে।
বৃষ্টির দিনে যদি আপনি ঘুমান তবে অবশ্যই আপনার ঘুমটা হয়ে যাবে একদম ফ্রেশ। আর এই সময় সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা অনুভব করেন নিজের কাছের মানুষের। ষ্টির দিনে চায়ের কাপটা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করা এক আনন্দময় সময়। এক কথায় যারা বৃষ্টিকে ভালোবাসেন এবং বৃষ্টির দিনে বৃষ্টিকে উপভোগ করতে চান। বিশেষ করে নিজের ভালোবাসার মানুষকে বৃষ্টির জন্য কতটা মিস করছেন তা যদি আপনি বোঝাতে চান। তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
প্রথমে আমরা আপনাদের মাঝে শেয়ার করব বর্তমানে সেরা কয়েকটি বৃষ্টি নিয়ে উক্তি। প্রত্যেক মানুষের কম বেশি বৃষ্টির সৌন্দর্য উপভোগ করে থাকেন। অধিকাংশ মানুষের জীবনে বৃষ্টি নানা রকম অতীত এবং নানা রকম স্মৃতি ফুটিয়ে তোলে। আর তাই ঐতিহাসিকগণ এবং নানা রকম গণ্যমান্য ব্যক্তি ও কবিরা বিভিন্ন সময় বৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করেন নানা রকম কথা বলেছেন। যা বর্তমানে ঐতিহাসিকগণ ও বিশিষ্ট ব্যক্তিদের উক্তি নামে পরিচিত। আলহাজ্ব আমরা আপনাদের মাঝে এ ধরনের কয়েকটি বর্তমানে সেরা বৃষ্টি নিয়ে উক্তি শেয়ার করব।
উপরে আমরা আপনাদের বর্তমানে জনপ্রিয় কয়েকটি ফেসবুক উক্তি শেয়ার করেছি। এগুলো বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় এবং বহুল আলোচিত বৃষ্টি নিয়ে উক্তি। এসব উক্তি আপনি চাইলে উপদেশমূলক অথবা রোমান্টিক ভাবে আপনার কাছের মানুষকে জানাতে পারেন। সেটা হতে পারে এসএমএস এর মাধ্যমে অথবা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। এক কথায় আমরা আপনাদের মাঝে যেসব জনপ্রিয় facebook বৃষ্টি নিয়ে উক্তি শেয়ার করেছি। যেগুলো চাইলে আপনি। চাইলে ফেসবুক স্ট্যাটাস অথবা বৃষ্টি নিয়ে রোমান্টিক এসএমএস হিসেবে ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই। এক্ষেত্রে আপনি প্রয়োজন অনুযায়ী এডিট করে নিবেন।
বৃষ্টির সব সময় আমাদের মনকে আনন্দদায়ক করে দেয়। কিন্তু তা আরো আনন্দদায়ক হতো যদি বৃষ্টির দিনে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পেতেন এবং কিছু রোমান্টিক সময় উপভোগ করতে পারতেন। বাট সবসময় তো আর কাছের মানুষকে পাওয়া যায় না। তাই কাছের মানুষকে দূর থেকে রোমান্টিক ভালবাসার মুহূর্তটি জানানোর জন্য আমরা আপনাদেরকে শেয়ার করেছি বর্তমানে জনপ্রিয় কয়েকটি বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন।
এগুলোর মাধ্যমে খুব সহজে আপনার ভালোবাসার মানুষটিকে জানাতে পারবেন যেন আপনি তাকে এই বৃষ্টির দিনে কতটা মিস করছেন। সেই সাথে আপনার ভালোবাসার মানুষটিকে বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন গুলো শেয়ার করার মাধ্যমে বোঝাতে পারবেন যে আপনি তাকে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং আপনি কতটা রোমান্টিক। তাহলে আর দেরি কেন শুরু করা যাক-
তো বন্ধুরা আশা করি আমরা আপনাদের মাঝে বর্তমান জনপ্রিয় বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন গুলো শেয়ার করেছে তা আপনাদের কাছে ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা এর সংখ্যা আরো বাড়িয়ে দেব। পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী আরো রোমান্টিক ক্যাপশন গুলো যাচাই-বাছাই শেষে আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমরা আপনাদের মাঝে যেসব ক্যাপশন শেয়ার করেছি এগুলো চাইলে আপনি আপনার কাছের মানুষটি মেসেজ আকার সেন্ড করতে পারেন কোন সমস্যা হবে না।
তো বন্ধুরা এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকে বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস। বন্ধুরা আমরা যারা কমবেশি ফেসবুক ব্যবহার করি তারা সবাই বৃষ্টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালবাসি। আজ আমরা আপনাদের সাথে এরকম জনপ্রিয় কয়েকটি facebook স্ট্যাটাস শেয়ার করব। আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক।
ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?
প্রকৃতিতে বৃষ্টি যেমন দরকার, জীবনে দুঃখ তেমনি দরকার।
যদি বৃষ্টি আমাদের পিকনিক নষ্ট করে, কিন্তু একজন কৃষকের ফসল বাঁচায়, তাহলে আমরা বলার কে যাতে বৃষ্টি না হয়।
আকাশে মেঘ জমলে, আকাশ যেরকম কাঁদে, মনের মাঝে ও মেঘ জমলে, মন তখন কাঁদে!
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা জলছবি আর আঁকবে না জমানো অনেক গল্প ছিলো থাক !!!! তুমি বুঝবে না
যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ, বৃষ্টিতে! এসো গান করি মেঘমাল্লার করূণাধারার দৃষ্টিতে।
বৃষ্টির সন্ধ্যে; কফি কাপে এক চুমুকে, প্রাক্তন তুমি সঙ্গী; সাথে হেডফোন, নিকোটিন টানে আবেগগুলো একলা ঘরে বন্দি!
মেঘলা আকাশ ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে; শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে!
বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে, আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ঐ কদম গাছটার তলে!
বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না; যতোটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।
কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে, এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে
তোমার অনুভূতির এক পশলা বৃষ্টি আমাকেও দিও..!! আমিও ভিজতে চাই তোমার ভেজা অনুভূতিতে।
শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুজে নিও ঠাই, প্রতিটা বৃষ্টির কোনায় লেখা থাকুক, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই।
আমার দৃষ্টিতে জীবন এমনই; তুমি যদি রঙধনুর দেখা পেতে চাও, তবে তোমাকে বৃষ্টির সাথে মানিয়ে নিতেই হবে।
যারা এই মন্ত্রে বিশ্বাসী যে শুরু সূর্যালোকই প্রকৃত সুখের আভাস, তারা বৃষ্টিতে ভিজতে অভ্যাস্ত নয়।
বৃষ্টি তোমাকে চুম্বন করুক তার রৌপ্য তরল ফোঁটা দিয়ে। বৃষ্টিকে তোমার মাথার উপর দিয়ে যেতে দাও। বৃষ্টিকে তোমার জন্যে একটি গান গাইতে দাও।
যখন মুষলধারে বৃষ্টি হয় তখন আমি এটা পছন্দ করি। এটা সব জায়গায় মৃদু গুঞ্জনের মতো শোনাতে থাকে; যা নীরবতার প্রতীক, একাকীত্বের নয়।
আমি যেমনটি ভাবে খেয়াল করেছি, আপনি যদি রংধনু চান, তাহলে আপনাকে বৃষ্টি সহ্য করতে হবে।
বৃষ্টি প্রত্যেকটি বিন্দু যেন জীবনে শান্তির বীজ ফলায়।
অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে! এই মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে!
আমরা আপনাদের মাঝে ফেসবুকে বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস এগুলো শেয়ার করেছে আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এসব স্ট্যাটাস আরো এড করে দেব। আমরা যেসব ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছি এগুলো অত্যন্ত ছোট অর্থাৎ দুই এক লাইনের হয় আপনি চাইলে আপনার ভালবাসার মানুষটিকে বৃষ্টি নিয়ে রোমান্টিক মেসেজে সেন্ড করতে পারবেন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী স্ট্যাটাসটি কপি করে নিয়ে নিজের মনের মত করে এডিট করে ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।
আমরা যেসব বৃষ্টি নিয়ে স্ট্যাটাস গুলো শেয়ার করেছি এগুলো যাচাই বাচায় শেষে এবং এর জনপ্রিয়তার উপর ভিত্তি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। এরপরও যদি আপনাদের কোন সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা দ্রুত আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং খুব দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দেব।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে সব থেকে জনপ্রিয় বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা নিয়ে। যারা মূলত একটু রোমান্টিক এবং বৃষ্টির দিনে ভালোবাসা মানুষটিকে রোমান্টিক ভাবে মেসেজ অথবা কবিতা মাধ্যমে তার প্রশংসা বা ভালোবাসাকে ফুটিয়ে তুলতে চান। তারা চাইলে নিচে।
১। তাকে কবিতা গুলো দেখে নিতে পারেন।
বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর
বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ
২। আজ বর্ষা এলো
ফরসা আকাশ মেঘলা হোলো
নামছে এখন বৃষ্টি
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি
৩। যদি কখনো দেখো আকাশে
কালো মেঘ জমে
প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে,
তাহলে বুঝে নিও
আমি ভালো নেই!
৪। বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ,
ভেজা কাক টা ডানা ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো মাথায় খায় ঘুরপাক
৫। বৃষ্টি হচ্ছে ভালোবাসার এক অন্য রূপ
এই সময় চায়ের কাপে ভেজাই চিবুক
হয়ে যায় খুনসুটি আপনের তরে
ওহে থাকিস না কেহ এ সময় ঘরের বাহিরে
৬। কদমে কদমে ভরে গেছে চারপাশ,
এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ,বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।
৭। অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।
৮। আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
৯। তাই তো বার বার
মনভোলানো সুর বাঁজে কানে,
বৃষ্টির ধারায় বসে থাকি আনমনে
ভেবে যায় তুমি আসবে বলে
অপেক্ষার শত প্রহর গুনে গুনে
১০। বৃষ্টিতে একসাথে ভিজেছি
মৃদু বাতাসে তোমাকে ভেবেছি,
তবুও পাশে ছিলেনা তুমি
তাই নিরবতায় আমি কেঁদেছি
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি আমাদের ওয়েবসাইটটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অভিনন্দন। আর্টিকেলটি সংক্রান্ত যদি আপনার কোন সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা দ্রুত আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব।