হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এখন আমি আপনাদের মাঝে সেরা ৩০ টি ইমোশনাল স্ট্যাটাস বাংলা । অনেক সময় দেখা যায় যে নিজের ভালোবাসা মানুষকে আপনার উপর অন্যরকম আবদার করে বসে এবং বিভিন্ন কারণে আপনার উপর রাগ করে বসে। সে ক্ষেত্রে আপনার একমাত্র হাতিয়ার হতে পারে ইমোশনাল স্ট্যাটাস।
যখন আপনার ভালোবাসার মানুষটা আপনার উপর অভিমান করে এবং রাগ করে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন চুপচাপ আপনি কষ্ট পেয়ে বসে না থেকে বরং ইমোশনাল মেসেজ দিন এবং ফেসবুকে তাকে নিয়ে ইমোশনাল স্ট্যাটাস দিন। ইমোশনাল ভাবে তাকিয়ে ইমপ্রেস করার চেষ্টা করুন এবং বন্ধুরা বিশ্বাস করুন 90% ক্ষেত্রে এভাবে সাকসেস হওয়া যায়। আপনি যদি একটি মেয়েকে ইমোশনালি ইমপ্রেস করতে পারেন তবে আপনি তাকে খুব সহজে পটাতে পারবেন এবং সে যদি আপনার গার্লফ্রেন্ড হয় আর আপনার উপর রাগ করে থাকে তবে আপনি তার রাগ অভিমান এই সোনার কথা গুলোর মাধ্যমে পানি করে ফেলতে পারবেন।
ইমোশনাল স্ট্যাটাস (১০০% কাজ করবে)
এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটা এবং জনপ্রিয় কিছু বাংলা ইমোশনাল স্ট্যাটাস নিয়ে। আমরা আপনাদের মাঝে যেসব ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব এগুলো আপনি চাইলে কপি করে অথবা নিজের পছন্দমত এডিট করে ব্যবহার করতে পারেন। তবে এডিট করার ক্ষেত্রে আপনি যদি ভালো মানের একটি ইমোশনাল ইমেজ ব্যবহার করেন তবে আরো বেশি ভালো হয়। আর আপনি যদি চান সম্পূর্ণ ইউনিক ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস তৈরি করবেন তবে আমরা যেসব ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করেছি এখান থেকে আইডিয়া নিয়ে তৈরি করতে পারেন।
১. জীবনে মাঝে মাঝে এমন সময় আসে…যখন আমাদের কিছু বলার থাকে না ।
২. স্বপ্ন হল এমন একটা জিনিস…… আমাদের প্রশ্নের উত্তর কীভাবে দিবে তাও বুঝে উঠতে পারে না ।
৩. কোন মানুষই চায় না তার প্রিয়জনকে ভুলে যেতে । কিন্তু কিছু সময় তাকে ভুলিয়ে দেয় । আবার কোন মানুষই চায় না তার প্রিয়জনকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় ।
৪. যখন আমি ছোট ছিলাম সবই ভুলে যেতাম । সবাই তখন বলত মনে রাখতে শেখো । আজ বড় হলাম কিছুই ভুলতে পারি না আমি । কিন্তু এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো ।
৫. একটি চোখ আরেকটি চোখকে কখনো দেখতে পারে না । কিন্তু মনের মধ্যে কষ্ট হলে দুটো চোখা দিয়েই অশ্রু ঝড়ে ।
৬. পাওয়ার আনন্দ ক্ষণিকের কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ।
৭. জীবনের সেরা শিক্ষা কাকে বলে তখনি বুঝতে পারবে, যখন তুমি কোন মানুষের কাছে এক বার হলেও ঠকে যাবে ।
৮. ইমোশন হল মোমবাতির মত যা নিভে যায় কিন্তু বিবেক হল সূর্য যা কখনােও নেভে না।
৯. গ্লাস ভাঙলে শব্দ হয়………কিন্তু মন ভাঙলে কখনো শব্দ হ্য় না ।
১০. ইমোশন অনেক কিছু শিক্ষা দেয় । ভালবাসা কি জিনিস ইমোশন না থাকলে বুঝাই যেত না ।
১১. যেই মানুষটির মন ভাঙে সেই মানুষটিই একমাত্র জানে মন ভাঙার কত ব্যাথা ।
১২. আমি খারাপ হতে পারি……… কিন্তু আমি বেঈমান না । আজ পর্যন্ত আমি কারও সাথে বেঈমানী করেনি।
১৪. একটা মানুষ তখনই কাঁদে……,,, যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
১৫. ভাগ্যের কাছে আমি হার মানি নাই,,,,,,,,,,,,, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে!!!!!
১৬. মৃত্যু শুধু দেহের হয় না,,,,,,,,,,,,,,,কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়!!!
১৭. কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,…….. শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।
১৮. কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের। কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো—–সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা!
১৯. প্রিয় মানুষ গুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়..!!
২০. কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্য্যের মতো, আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে!
২১. সব কিছু কেঁদে পাওয়া যায় না। কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়।
২২. যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তার কাছেই তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে!
২৩. সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি। কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতর কতোটা কষ্ট নিয়ে বেঁচে আছি!
২৪. যে মানুষ সবার বেলায় থাকে, সবশেষে তার বেলায় কেউ থাকে না!
২৫. নরম মনের মানুষদের কষ্ট দিও না। তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না!
২৭. জীবনে কষ্ট এতোই পরিপূর্ণ যে… শেয়ার করলেও শেষ হবে না!
২৮. যদি চোখের জলের কোন রং থাকতো, তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী… ফাঁস করে দিতো!!
২৯. কিছু কিছু ক্ষত থাকে যা কারোর চোখে পড়ে না..!! কিন্তু ব্যাথা সারাজীবন দিয়ে যায়।
৩০. হে ঈশ্বর!! আমার সুখে সবাই যেন হাসির সুযোগ পায়; কিন্তু আমার দুঃখে কান্না করার অধিকার যেন কেউ না পায়।
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন আর্টিকেল ও মজার মজার তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আমাদের ওয়েবসাইট ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।