1. riyaakhter747@gmail.com : রিয়া আক্তার : রিয়া আক্তার
  2. muhammadrafibhuiyan@gmail.com : app :
ফেসবুক কষ্টের স্ট্যাটাস | Facebook Sad Status
ফেসবুক কষ্টের স্ট্যাটাস
ফেসবুক কষ্টের স্ট্যাটাস । facebook sad status

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হল ফেসবুক কষ্টের স্ট্যাটাস। আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজেদের গার্লফ্রেন্ডকে ইমোশনাল করার জন্য বিভিন্ন সময় নিজেদের ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দিয়ে থাকেন। বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের ভালবাসার মানুষ বিভিন্ন কারণে আমাদের উপর রাগ করে থাকে। আর এমন সময় সে আপনার সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সে ক্ষেত্রে আপনি ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দিয়ে খুব সহজে তাকে বোঝাতে পারবেন আপনি তাকে ছাড়া কতটা কষ্টে আছেন। এছাড়াও যখন আপনি ফেসবুকে নিজের কষ্টের স্ট্যাটাস দিবেন তখন আপনার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করা নিজের মনটা হালকা হয়ে যাবে এবং আপনি কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

ফেসবুক কষ্টের স্ট্যাটাস

আজ আমরা আপনাদের মাঝে জনপ্রিয় ১০০টি ফেসবুক কষ্টের স্ট্যাটাস শেয়ার করব। এগুলো বর্তমানে অনেক জনপ্রিয় এবং ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস। আজ মূলত আমরা আপনাদের মাঝে যেসব facebook স্ট্যাটাস শেয়ার করব এগুলো আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার ভালবাসার মানুষটিকে শেয়ার করতে পারেন। এতে করে আপনি তাকে খুব সহজে বুঝাতে পারবেন আপনি তাকে ছাড়া কতটা কষ্টে আছেন। আজকের পোস্টে মূলত থাকবে বিভিন্ন বিরহের স্ট্যাটাস ও দুঃখের স্ট্যাটাস কষ্টের এসএমএস, এবং রাতের কষ্টের স্ট্যাটাস , মেয়েদের কষ্টের স্ট্যাটাস , সহ বিভিন্ন ধরনের কষ্টের স্ট্যাটাস। যার কারণে আর্টিকেলটি অনেক বড় হবে তাই কষ্ট করে পুরো আর্টিকেলটি পড়ুন। দুঃখ কষ্ট মানুষের চলার জীবনের সাথী। মানুষের জীবনে যেমন সুখ থাকে তেমনি একটা সময় প্রচুর কষ্ট পেতে হয় এটাই জীবনের নিয়ম। দুঃখ কষ্ট মূলত মানুষের তৈরি একটি নীতি বাচক মানসিক অবস্থা। প্রত্যেকটি মানুষ নিজেই বিভিন্ন সময় কষ্টের পরিস্থিতি তৈরি করে এবং নিজে তা নির্মূল করে। একটা কথা সব সময় মনে রাখবেন সুখ তখনই আসে যখন আমরা দুঃখ নিতে প্রস্তুত থাকি আর দুঃখ তখনই আসে যখন আমরা সুখ নিতে প্রস্তুত থাকি। কখনো দেখা যায় যে আমরা নিজেরাই দুঃখ-কষ্ট থেকে দূরে থাকার চেষ্টা করলেও আবার নিজেরাই তা ডেকে নিয়ে আসি।

facebook sad status

আর্টিকেলটা শুরু করার আগে আমরা আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যেগুলো আপনাদের চলার জীবনে অত্যন্ত কাজে আসবে। এরপর আমরা আসল আলোচনায় ফিরব। দুঃখ ও কষ্ট, সুখ ও আনন্দ উভয়ই প্রতিটি মানুষের জীবনে আসে। সুখ অথবা দুঃখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। আপনি যদি কষ্টে থাকেন তবে অবশ্যই আপনার সুখের দেখা মিলবে এবং আপনি যদি সুখে থাকেন তবে অবশ্যই কোন না কোন দিন আপনাকে কষ্ট পেতে হবে এটাই বাস্তবতা। আর আমাদের এই বিষয়টি মেনে নিতে হবে। সুখ দুঃখ মূলত একটি আবেগ যা মানুষের মাধ্যমে পরিবর্তিত হয়। তাই যখন আপনি কষ্টে থাকবেন তখন ভেঙে না পড়ে বরং নিজেকে শক্তভাবে তৈরি করুন এবং সেই পরিস্থিতির মোকাবেলা করুন। দেখবেন আপনি খুব দ্রুত কষ্টের  কালো মেঘ কাটিয়ে উঠতে পেরেছেন। আপনি যদি কষ্ট পান এবং কোন কারণে যদি আপনার মন খারাপ থাকে সেক্ষেত্রে আপনি আপনার মাইন্ড চেঞ্জ করার জন্য অন্য কোন কাজ করতে পারেন। যেমন আপনি চাইলে কোন কমিটি পোস্ট করতে পারেন অথবা কোন ছবি দেখতে পারেন এভাবে আপনি আপনার মাইন্ড কে চেঞ্জ করতে পারেন। এভাবে যদি আপনি করতে থাকেন সে ক্ষেত্রে কিছু সময় পর দেখবেন আপনার মন ভালো হয়ে গিয়েছে এবং আপনি আপনার পরিস্থিতি মধ্যে নতুন করে লড়াই করার উৎসাহ পেয়ে গিয়েছেন।

ফেসবুক কষ্টের স্ট্যাটাস

অনেক সময় দেখা যায় আমাদের কষ্টের সবচেয়ে বড় একটি কারণ হলো তাকে ভালোবাসার মানুষটা আমাদের উপর রাগ করে থাকা। দেখা গেল কোনো কারণে আপনার ভালোবাসার মানুষটা আপনার উপর রাগ করে থেকে আপনার সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দিল। আপনি যে তাকে কোনো কারণ বুঝিয়ে বলবেন তারও কোন উপায় নেই। সে ক্ষেত্রে আপনি চাইলে ফেসবুকে অথবা মেসেজের মাধ্যমে বিভিন্ন ইমোশনাল কষ্টের এসএমএস অথবা ফেসবুক কষ্টের স্ট্যাটাস দিতে পারেন। আপনার ভালোবাসার মানুষটি অবশ্যই আপনার ফেসবুকে ফ্রেন্ডলিস্টে আছে। তখন সে অবশ্যই আপনার দেওয়ার স্ট্যাটাসটি দেখবে এবং সে খুব সহজে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া কতটা কষ্টে আছেন। আবার যখন আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ফোন করার পরও সে আপনার ফোন রিসিভ করছে না। সে ক্ষেত্রে আপনি এগুলো মেসেজের মাধ্যমে তাকে সেন্ড করতে পারেন। দেখবেন আপনার কাজ অনেকটাই সফল হয়ে গিয়েছে। কারণ ভালোবাসার মানুষটি কল রিসিভ করুক বা না করুক আপনার মেসেজটি অবশ্যই দেখবে। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে আমরা তো আর ইমোশনাল অথবা ফেসবুক কষ্টের স্ট্যাটাস বানাতে পারি না, সে ক্ষেত্রে আমরা কি করব? আরে ভাই চিন্তা করবেন না আজ আমরা আপনাদের মাঝে এ ধরনেরই ১০০টি  ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক-

ফেসবুক কষ্টের স্ট্যাটাস

আমরা আপনাদের মাঝে যেসব facebook কষ্ট স্ট্যাটাস গুলো শেয়ার বর্তমানে অত্যন্ত বেশি জনপ্রিয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যাপক ব্যবহার করা হচ্ছে।  যদি কোন কারণে আপনার ভালোবাসার মানুষটি আপনার উপর রাগ হয়ে থাকে। তবে আপনি তার শূন্যতা বুঝাতে তাকে এগুলো শেয়ার করতে পারেন।

১। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে,

তুমি যখন সবাইকে কষ্ট দিবে তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে।

 

২। ঝরে যাওয়া পাতা জানে। স্মৃতি নিয়ে বাঁচার মানে।

হয়তো আমি ঝরে যাবো সময়ের তালে তোমার মনে।

 

৩। আমি হারিয়ে গেলেও ক্ষতি নেই..!!

কারণ আমাকে খোঁজার মতো

  • কেউ নেই..!

৪। দুপুরে শূন্য লাগে। বিকেল হলেই একা লাগে। সন্ধ্যায় মন খারাপ হয়। রাতে বিষাদ আসে। ঘুমিয়ে গেলে দুঃস্বপ্ন আসে,

আমার সাথেই কেন এমন হয়।

 

৫। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব ,

কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয়।

 

৬। একটা মানুষ তখনই কাঁদে ,

যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।

 

৭। ভাগ্যের কাছে আমি হার মানি নাই

হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে।

 

৮।  মৃত্যু শুধু দেহের হয় না

কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়।

৯। কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয় ,

কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।

১০।চাওয়ার অধিকার সবার আছে

 কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না

 

১১। মনে রাখবেন, কিছু হারিয়ে যায়নি, 

আল্লাহ সরিয়ে নিয়েছেন। কারণ এর চেয়ে উওম কিছু আছে বলে।

 

১২। যখন ছোট ছিলাম,,,,সব ভুলে যেতাম 

সবাই বলতো,,,, “মনে রাখতে শেখো “

বড় হলাম,,,কিছু ভুলিনা এখন

কিন্তু দুনিয়া বলছে,,,”ভুলে যেতে শেখো “।

 

১৩। মনে শুধু একটাই কষ্ট আমি কার জীবনে আপন হতে পারলাম না। 

 

১৪। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না,,

 তারপরও বুকে কষ্ট হলে,,,, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে। 

উপরে আমরা আপনাদের মাঝে এই বছরের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি ব্যবহৃত কষ্টের এসএমএস গুলো শেয়ার করেছি। আপনি চাইলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন এবং এতে করে আপনার নিজের মনে অনেক হালকা থাকবে। আপনি যদি এগুলো আপনার পছন্দ অনুযায়ী কপি করে পরবর্তীতে নিজের মন মত এডিট করে ব্যবহার করতে পারেন।

জনপ্রিয় ফেসবুক কষ্টের স্ট্যাটাস

এবার আমরা আপনাদের মাঝে শেয়ার করব বর্তমানে জনপ্রিয় ফেসবুক কষ্টের স্ট্যাটাস। এর আগে আপনারা কমেন্টে বর্তমানে সব থেকে জনপ্রিয় কষ্টের ফেসবুকে স্ট্যাটাস গুলো নিয়ে আমাদেরকে কমেন্ট করেছিলেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই করে বিভিন্ন ওয়েবসাইট থেকে এসব স্ট্যাটাস গুলো সংগ্রহ করেছে।

১।  আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়।

আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না।

 

২।  বিশ্বাস আর নিশ্বাস খুব মূল্যবান !

এক বার হারিয়ে গেলে আর ফিরে আসে না

 

৩।  যে আমার কান্নার কারণ খুঁজে না,

সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না।

 

৪। ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে।

অভিশাপ দিলাম, স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।

 

৫। জানি তুমি ফিরবেনা,,,,, এই হ্রদয়ের নিড়ে তবুও

অপেক্ষায় থাকবো সারা জীবন

 

৬।  তুমি দুরে চলে যাচ্ছ,,,,

আমি বাধা দিবনা……

তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা।

 

৭।  আমি সত্যিই ব্যার্থ,, কারণ আমি কোনভাবেই,,,,

তোমাকে বুঝাতে পারিনি,,, আমি তোমাকে কতটা ভালবাসি..। 

 

৮। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। 

 

৯। ভুলটা শুধু আমারি ছিল,

কারণ স্বপ্নটা যে,,, আমি একাই দেখে ছিলাম♡

 

১০। সব মানুষই প্রেমে পরে.,,.,,., কেউ

প্রকাশ করতে পারে,,,,, আবার লুকিয়ে রাখে। 


ফেসবুক কষ্টের স্ট্যাটাস। facebook sad status

উপরে আমরা আপনাদের মাঝে যেসব ফেসবুক কষ্টের স্ট্যাটাস শেয়ার করেছে সেগুলো অত্যন্ত জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস। আপনার চাইলে এসব ফেসবুকে স্ট্যাটাস আপনাদের ফেসবুকে শেয়ার করে নিজের কষ্টটাকে হালকা করতে পারেন। কেননা কষ্ট যত নিজের ভিতর পুষে রাখবেন তত বেশি কষ্ট হবে এবং যত বেশি কষ্ট অন্যকে শেয়ার করবে তত বেশি নিজের মনকে হালকা লাগবে। আপনাদের সুবিধার্থে আমরা নিচে আরও আরো কিছু ফেসবুক  স্ট্যাটাস শেয়ার করছি আপনি চাইলে দেখে নিতে পারেন।

১।  কেউ কাউকে ভুলে যেতে পারে না,,,প্রয়োজন শেষ হয়ে গেছে,,

তাই আর যোগাযোগ রাখেনা ♡♡

 

২। কাওকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে,,,সেটা আজ হোক অথবা কাল।

 

 ৩। কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের।

কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো,,,

সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা!!!!!! কষ্টের পিক ।

 

৪।   সৃতি নিয়ে বেচে থাকার চেয়ে,,,,, স্বপ্ন নিয়ে বেছে থাকা অনেক বেটার। 

 

৫।   আমি কখনও রাগ করি না,,,, কারন আমি জানি আমার রাগের মূল্য নেই কারও কাছে। 

 

৬।   দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে,,,,,

শুধু প্রকাশ করার ধরন আলাদা

 

 ৭। কেউ স্বপ্নের জন্য পরিবার ছা’ড়ে।

– আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছা’ড়ে।

আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে,,,,!

 

৮। কল্পনায় হাসি 

আবার সেই কল্পনা-ই কাঁদি!

.. এখনো সেই আগের মতোই ভালোবাসি

 

৯। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন

একবার ও আমার খোঁজ নেয় না !!

 

১০। যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়,

সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।

কষ্টের এসএমএস

বিভিন্ন কারণে আপনার ভালোবাসা মানুষ আপনার উপর রাগ করে থাকে। তখন আপনি চাইলে এসব কষ্টের এসএমএস গুলো থাকে পাঠাতে পারেন। এতে করে আপনার গার্লফ্রেন্ড ইমোশনাল হয়ে করবে এবং তার সমস্ত রাগ পানি হয়ে যাবে।

১ । চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা ?

সত্যি বলছি আমিও যে তোমার মত একা ।

 

২। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি,

কিন্তু সবাই ভুলে যায় আমারো একটা মন আছে।

 

৩। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও,

তাহলে একলা কিভাবে থাকতে হয়, তা শিখে নাও।

 

৪। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে,

সেটা শুধু সময় বলে দেয় ।

 

৫। যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না,

সেখানে বাস্তবতা তো নির্মম।

 

৬। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়,

কারো প্রতি এতটাও ডুবে যেওনা যাতে নিজেকেই ভেংগে পড়তে হয়।

 

৭। যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে,

তবে যে ধোঁকা খায়, সে বোকা নয়, সে বিশ্বাসী।

 

৮। চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়না.

মাঝে মাঝে চুপ থাকতে হয়।

ভালোবাসার ফেসবুক কষ্টের স্ট্যাটাস

উপরে আমরা আপনাদের মাঝে যেসব ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছি। এগুলো মূলত শুধুমাত্র ফেসবুক কষ্টের স্ট্যাটাস। এগুলো আপনি অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি আপনার ভালোবাসার মানুষ থেকে আপনার কষ্টের কথা বোঝাতে চান। সে ক্ষেত্রে নিচে আমরা আরো কিছু জনপ্রিয় ভালোবাসার ফেসবুক কষ্টের স্ট্যাটাস শেয়ার করেছি আপনি চাইলে দেখে নিতে পারেন।

 

 ১। অশ্রু হলো এমন ভাষা,,, যা হৃদয়, মুখে প্রকাশ করতে পারে না।

 

২।  জন্ম হলো আনন্দময়., মৃত্যু হলো শান্তিময়,,,,,

শুধু এই দুটির মঝে বেদনায় ভরা থাকে। 

 

 ৩।  দুঃখকে সরিয়ে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখতে পারতোম…, ,

তাহলে সুখও যে এর মধ্যে আটকে যেত। 

 

 ৪।  দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো কষ্ট,,,,,, আর কিছুতেই নেই।

 

 ৫।  এখন দুঃখ অনেকটা মুল্য়বান সম্পদের মতো.,,,,

কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি,,,,

 

৬।  অপেক্ষা টা সেসব মানুষই করে,

যে কাউকে মন থেকে,,, ভালোবাসে .,,,..,

 

৭।  দিনশেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার

চাঁদটার মতো আমিও একা ।

 

৮। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়।

কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,

যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।

 

৯। স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতাটা ঠিক তার উল্টো

 

১০ ।  হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না,

কিন্তু অনেক কিছু আড়াল করা যায় ।

 

১১ । আমি সেই একজন, যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো।

আমি সেই একজন, যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।

 

১২ । তোমাকে ভুলতে পারলেও, তোমার স্মৃতিগুলো কখনই

ভুলতে পারবো না।

 

১৩ ।  মানুষের কখনও কখনও একা থাকা ভালো কারণ

সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।

 

১৪ ।  অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও

একাকীত্ব অধিকতর শ্রেয়।

 

১৫ । একাকীত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে

কথা বলে কারণ তখন কেউ তার কথা শোনার মত থাকে না।

 

১৬ । একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন

নিজের অন্তঃসত্ত্বা বলে যে, তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই।

 

১৭ । মনে রেখো তুমি জগতে একা নয়। তোমার মধ্যে সৃষ্টিকর্তা

আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা ও বাস করে।

 

১৮ । আমার আশাগুলোতে দেয়ালে জমে থাকা,,,,শেওলার মত শেওলা পরে গেছে

 

১৯ । এত ভালবেসেও তোমাকে পাওয়া হলো না,,,,,,ভাল থাকুক আমার ভালোবাসা।

 

২০।  এক নদীর তিরে,,, খুজে বেড়াই আমি তারে,,, সে দেয়না দেখা আমায় কভু,,, তার খেয়াল রেখো তুমি প্রভু 

কষ্টের স্ট্যাটাস পিক

তো বন্ধুরা এবার আমরা আপনাদের মাঝে শেয়ার করব কিছু কষ্টের স্ট্যাটাস পিক থেকে আপনি চাইলে এগুলো ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন। আপাতত আমরা আপনাদের মাঝে অল্প কিছু কষ্টের স্ট্যাটাস পিক শেয়ার করলেও পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী এই সংখ্যা বৃদ্ধি করা হবে। তাই আপনাদের কোন ধরনের ফেসবুক স্ট্যাটাস ছবি প্রয়োজনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন

কষ্টের স্ট্যাটাস পিক 1

কষ্টের স্ট্যাটাস পিক 4

কষ্টের স্ট্যাটাস পিক 3

কষ্টের স্ট্যাটাস পিক 2

উপরে আমরা আপনাদের মাঝে যেসব ফেসবুক কষ্টের স্ট্যাটাস শেয়ার করেছে আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে। এগুলো অত্যন্ত জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস। আশা করি এই স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন এবং আপনার কষ্টটাকে হালকা করতে পারবেন। এ ধরনের আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার বন্ধুদের মাঝে শেয়ার করব
About The Author
রিয়া আক্তার
আমি রিয়া আক্তার। মেয়ে পটানোর থেরাপি ওয়েবসাইটের সকল আর্টিকেল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছি। আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে তার প্রিয়জনের কাছে তার ভালোবাসার কথা বলতে পারে ও প্রিয় জনকে ভালবাসতে পারে।