1. riyaakhter747@gmail.com : Riya Akther : Riya Akther
মেয়েদের চুল নিয়ে প্রশংসা
মেয়েদের চুল নিয়ে প্রশংসা
মেয়েদের চুল নিয়ে প্রশংসা

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এখন আমি আপনাদের মাঝে শেয়ার মেয়েদের চুল নিয়ে প্রশংসা। নারীদের সৌন্দর্যের অন্যতম একটি অংশ হল তাদের চুল। আপনি যখন আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার দেখা হবে বা তার সাথে যখন কথা বলবেন তখন আপনি চাইলে তার চুলের প্রশংসা করতে পারেন।

মেয়েদের চুল নিয়ে প্রশংসা

তবে অনেকে আছেন যারা প্রশংসা করতে জানেন না অথবা চুল নিয়ে কি ধরনের প্রশংসা করতে হয় তা পারেন না। তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই আজ আমরা আপনাদের মাঝে এ ধরনের কিছু প্রশংসা শেয়ার করতে যাচ্ছি। আপনি চাইলে যখন আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলবেন তখন আপনি এসব প্রশংসা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যখন তার সাথে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করবেন তখন আপনি তার ছবি দেখে তার চুলের প্রশংসার করতে পারেন।

মেয়েদের চুল নিয়ে প্রশংসা

আপনার ভালোবাসার মানুষটি আপনার এ ধরনের প্রশংসা শোনার পর সে আরও বেশি আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে এবং সেই সাথে সে আরো বেশি আপনার সাথে কথা বলে মজা পাবে। তাহলে চলুন আর দেরি না করে মেয়েদের চুল নিয়ে প্রশংসা গুলো দেখে নেয়া যাক।

১.  তোমার চুলের গভীরতায় প্রতিনিয়তই যেনো হারিয়ে যাই,

কেন বলতো? কি যাদু আছে তোমার এই খোলা চুলে, সত্যি করে বলোতো একবার।

 

২.  যদি বলো তোমার চুলের ক্ষমতা কতটা,

তবে বলবো, অন্ধকারের মাঝেও আলো জ্বালানোর মত।

 

৩.   তুমি লম্বা চুলে খোঁপা বেঁধে সামনে দাড়ালে মনে হবে কোনো রূপকথার দেশের রাজকন্যা সামনে এসে দাঁড়িয়েছে আমার।

 

৪.  বলবে কি আমায়? তোমার এই সুন্দর চুলের কথা ।

 

৫.  ধরো যদি এক পড়ন্ত বিকেলে তোমারি রেশমি চুলের মায়ায় জড়িয়ে, হারিয়ে গেলাম অজানায়।

 

৬.  যদি বলো, তোমার চুলে কেন এত মুগ্ধ,

তবে বলবো, মুগ্ধ হওয়ার জন্যই তো তোমার এই রেশমি চুল রয়েছে, মুগ্ধ তো হবই।

 

৭. কে বলেছে তুমি সুন্দরী নও?

মনে রাখবে, যতক্ষণ তোমার মাথায় এত সুন্দর ঐশ্বর্য্যের প্রতীক রয়েছে ততক্ষণ তুমিই সবচেয়ে সুন্দরী কেউ। কারণ চুল যে সৌন্দর্য্য এর প্রতীক।

 

৮.  হেমিলনের বাঁশিওয়ালা আর তোমার চুলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনা।

 

৯. কারণ যখনোই তুমি খোলা চুলে রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার খোলা চুলের জাদুতে শহরের সব ছেলেরা তোমার পিছু পিছু যায়।

 

১০.   তোমার মাথায় এক একটা চুল যেন এক একটা বইয়ের পাতা।

 

১১.  মেয়েদের মাথার চুল হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তাই মূল্যবান সম্পদের যত্ন নেওয়া মেয়েদের কর্তব্য।

 

১২.  সৌন্দর্য্যের জন্যে মেকাপ করার দরকার হয়না,

খোলা চুলের মায়াতেই অপরূপ সুন্দর হয়ে উঠ তুমি

 

১৩.  খোলা চুলে অগোছালো

রয়েছে অবাধ স্বাধীনতারায় !

হাসিতে পড়ছে ঝোড়ো জোৎস্নার আলো

সেই আলো আজ মন হারানোর পথ দেখায় !

গোলাপের মতো ঠোঁট ,

মনোমুগ্ধকর উঠেছে মেতে

স্নিগধ চাহনির ভাসমান স্রোতে

স্বপ্ন বাস্তব সব এলোমেলো হয়ে যায় “।

 

১৪.  “তোমাকে দেখেছি পথের ধারে

খোলা চুলে অপরূপ তোমার মুগ্ধতা

তোমাকে দেখেছি কলেজের বারান্দায়

সহস্র শতাব্দীর অসীম মুগ্ধতায় “।

 

১৫.  তোমার ওই চুলে দেখেছিলেম মায়ার কারুকাজ,

সেই মায়াতে বিভোর আমি, স্পন্দিত হয়ে আজ।

চুলের আলোয়, চুলের নেশায় মাতাও আমায় রোজ,

চুলের খেলায় ভোলাও আমায়,চুলেই তোমার খোঁজ।

ওই চুলেতে গোলাপ আমি বেঁধেছিলেম যবে,

হারিয়ে ছিলাম অপার মায়ায়, ছিলেম না এই ভবে।

উপরে আমরা আপনাদের মাঝে যে কয়টি মেয়েদের চুল নিয়ে প্রশংসা শেয়ার করেছি তার মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনার জন্য কার্যকর হয়েছে তা অবশ্য কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। এছাড়াও আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আর আর্টিকেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

আমার বন্ধুদের মাঝে শেয়ার করব
About The Author
Riya Akther
আমার নাম রিয়া আক্তার। আমি একজন স্টুডেন্ট। মেয়ে পটানোর থেরাপি সম্পন্ন ব্যতিক্রমধর্মী একটি ওয়েবসাইট। আমি মূলত মেয়ে পটানোর থেরাপির ওয়েবসাইটের সকল আর্টিকেল লিখেছি। আমি আমার আর্টিকেলে আপনাদের মাঝে যেসব আইডিয়া শেয়ার করেছি এগুলো মূলত আমার বন্ধু বান্ধব ও বান্ধবীদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নিয়েছি। আমার এই ওয়েবসাইটে কাজ করার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যাতে করে সবাই তার ভালোবাসার মানুষের কাছে তার মনের কথা খুব সহজে জানাতে পারে এবং আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি যাতে আপনাদের ভালোবাসার মানুষটিকে পেতে আপনাদেরকে সকল ধরনের সাহায্য করতে পারি।