হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এখন আমি আপনাদের মাঝে শেয়ার মেয়েদের চুল নিয়ে প্রশংসা। নারীদের সৌন্দর্যের অন্যতম একটি অংশ হল তাদের চুল। আপনি যখন আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার দেখা হবে বা তার সাথে যখন কথা বলবেন তখন আপনি চাইলে তার চুলের প্রশংসা করতে পারেন।
তবে অনেকে আছেন যারা প্রশংসা করতে জানেন না অথবা চুল নিয়ে কি ধরনের প্রশংসা করতে হয় তা পারেন না। তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই আজ আমরা আপনাদের মাঝে এ ধরনের কিছু প্রশংসা শেয়ার করতে যাচ্ছি। আমরা মাঝে মাঝে মেয়েদের যেসব চুলের প্রশংসা শেয়ার করব এগুলো মূলত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করছি এবং সেইসাথে কিছু প্রশংসা আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইট থেকে যাচাই-বাছাই শেষে সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনি চাইলে যখন আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলবেন তখন আপনি এসব প্রশংসা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যখন তার সাথে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করবেন তখন আপনি তার ছবি দেখে তার চুলের প্রশংসার করতে পারেন।
আপনার ভালোবাসার মানুষটি আপনার এ ধরনের প্রশংসা শোনার পর সে আরও বেশি আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে এবং সেই সাথে সে আরো বেশি আপনার সাথে কথা বলে মজা পাবে। তাহলে চলুন আর দেরি না করে মেয়েদের চুল নিয়ে প্রশংসা গুলো দেখে নেয়া যাক।
এখন আমরা আপনাদের মাঝে শেয়ার করব বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় এবং কার্যকরী কবিতার মাধ্যমে মেয়েদের চুল নিয়ে প্রশংসা। যারা নিজে ভালোবাসো মানুষের সামনে নিজেকে রোমান্টিক ভাবে তুলে ধরতে চান তারা চাইলে এসব কবিতাগুলো ব্যবহার করতে পারেন এবং কবিতার মাধ্যমে তার চুলের প্রশংসা করতে পারেন। এসব কবিতায় বেশ কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা এবং সেই সাথে কিছু আমি বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যাচাই-বাছাই শেষে আপনাদের মাঝে শেয়ার করেছি।
মেঘের মতো
মেঘের মতো তোমার চুল,
বৃষ্টির পথে সুন্দর ফুল।
বৃষ্টি মেঘ নামাতে তখন,
তোমার চুল বৃষ্টির সুর।
চুলের অভিমান
তোমার চুলের অভিমানে চোখে
হেসে জড়ায়, মনে মজিয়ে রাখে।
সোনার পাতার মতো চুলের অভিমান,
মুখে হাসি নিয়ে আয় ভালবাসা বাণী।
প্রকৃতির অমৃত
তোমার চুল হলো প্রকৃতির অমৃত,
যা সবার মনে বাজায় হৃদয় পাতা।
হেসে জড়ায় মেঘের মতো, তোমার চুল,
সুন্দর এক অধ্যাপক সম্প্রতি নিয়ে নিয়ে যায় পথ।
চুলের মধ্যে বৃষ্টি
চুলের মধ্যে সবুজ আকাশের বৃষ্টি,
সুন্দর প্রদীপ জ্বলে হৃদয়ের জ্যোতি।
হেসে জড়ায় মেঘের মতো, তোমার চুল,
প্রেমের দানা করে আমার দিন সুরমায়।
প্রেমের চুল
তোমার চুল হলো প্রেমের চুল,
যে সমৃদ্ধ আবিষ্কার করে নিবিড় বাসা।
হেসে জড়ায় মেঘের মতো, তোমার চুল,
স্বাধীন সাহসে তোমার মধ্যে প্রেম জাগা।
প্রেমের ফুল
তোমার চুল হলো প্রেমের ফুল,
যা বিকাশ করে মনের খেলা।
হেসে জড়ায় মেঘের মতো, তোমার চুল,
আমার হৃদয়ে দুঃখ ও আনন্দ নেবে মেলা।
চুলের মেঘে
তোমার চুলের মেঘে আলোর ফুল,
যা প্রেমের নীরব কোন ভাষা বলে।
হেসে জড়ায় মেঘের মতো, তোমার চুল,
সবুজ প্রকৃতি ছড়িয়ে আসে তোমার জগতে।
খোলা চুলে অগোছালো
রয়েছে অবাধ স্বাধীনতারায় !
হাসিতে পড়ছে ঝোড়ো জোৎস্নার আলো
সেই আলো আজ মন হারানোর পথ দেখায় !
“তোমাকে দেখেছি পথের ধারে
খোলা চুলে অপরূপ তোমার মুগ্ধতা
তোমাকে দেখেছি কলেজের বারান্দায়
সহস্র শতাব্দীর অসীম মুগ্ধতায় “।
চুলের আলোয়, চুলের নেশায় মাতাও আমায় রোজ,
চুলের খেলায় ভোলাও আমায়,চুলেই তোমার খোঁজ।
ওই চুলেতে গোলাপ আমি বেঁধেছিলেম যবে,
হারিয়ে ছিলাম অপার মায়ায়, ছিলেম না এই ভবে।
উপরে আমরা আপনাদের মাঝে যে কয়টি মেয়েদের চুল নিয়ে প্রশংসা শেয়ার করেছি তার মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনার জন্য কার্যকর হয়েছে তা অবশ্য কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। এছাড়াও আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আর আর্টিকেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।